• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

দীর্ঘদিন পর দেব-শ্রাবন্তী জুটি

Reporter Name / ১৫৫ Time View
Update : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

আরবিসি ডেস্ক : অনেকদিন পর আবারও জুটি বেঁধে পর্দায় ফিরছেন দেব ও শ্রাবন্তী। প্রায় ৬ বছর একসঙ্গে দেখা নেই তাদের। অবশেষে সেই বিরতি কাটতে যাচ্ছে। দেব ও শ্রাবন্তীর নতুন সিনেমার নাম ‘খেলাঘর’। তাদের সঙ্গে আরও রয়েছেন পাওলি দাম। এটির পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়।

আধুনিক সমাজে নারী পুরুষের সম্পর্কের টানাপড়েনের গল্প উঠে আসবে ‘খেলাঘর’-এ। সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা লীনা বলেন, ‘সম্পর্কের গল্প বলতে আমি সবসময় ভালোবাসি। স্বামী-স্ত্রীর মধ্যের গল্পের অনেক অধ্যায় থাকে। যা কখনও পুরোনো হয় না।’
‘খেলাঘর’-এ একটি পুরুষ এবং দুজন নারীর ত্রিকোণ প্রেমের সমীকরণের গল্প দেখা যাবে। সিনেমার প্রযোজক অতনু রায় চৌধুরী বলেন, ‘সব ধরনের দর্শককে বিনোদন দিতে হলে ফ্যামিলি ড্রামার কোনও বিকল্প হয় না।’

সিনেমার নিজের চরিত্র প্রসঙ্গে দেব বলেন, ‘ক্যারিয়ারে প্রথম এমন চরিত্রে কাজ করছি। লীনাদি ও শৈবালদা চরিত্রগুলো এমনভাবে সাজান, যেখানে অভিনয়ের অনেক সুযোগ থাকে।’

অন্যদিকে শ্রাবন্তী এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে বলেন, ‘বাচ্চার মায়ের চরিত্রে আমি এই সিনেমায় রয়েছি। এক দিকে মা অন্যদিকে স্ত্রী হিসাবে চরিত্রের যে টানাপড়েন। সেটি খুব সুন্দর করে তৈরি করেছেন লীনাদি ও শৈবালদা। আর অনেকদিন পর দেবের সঙ্গে কাজ করতে যাচ্ছি। এটিও ভালো সংবাদ।’ উল্লেখ্য, আগামী আগস্ট বা সেপ্টেম্বর থেকে ‘খেলাঘর’-এর শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ২০২২ এর জানুয়ারিতে সিনেমাটি মুক্তির কথা ভাবছেন তারা।

আরবিসি/১৮ এপ্রিল/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category