• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

ড্রামের ভিতর উদ্ধার তরুণীর লাশের পরিচয় মিলেছে

Reporter Name / ২২৫ Time View
Update : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ডোবায় পড়ে থাকা ড্রামের ভিতর থেকে উদ্ধার তরুণীর লাশের পরিচয় পাওয়া গেছে। রোববার বিকেলে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করে। পুলিশ বলছে, তাকে হত্যা করে ড্রামে ভরে নিয়ে গিয়ে ডোবায় ফেলা হয়েছিল।

নিহত ওই তরুণীর নাম ননিকা রাণী রায় (২৪)। তার বাড়ি ঠাকুরগাঁ সদরের মিলনপুর। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ইন্সটিটিউট থেকে সদ্য অধ্যয়ন সমাপ্ত করেছেন। নগরের পাঠানপাড়া এলাকার একটি মেসে থাকতেন ননিকা।

শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম খান জানান, এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলার তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, লাশ উদ্ধারের আগের দিন তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। তবে কখন কোথায় খুন হয়েছেন তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। রোববার রাতে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

তবে পুলিশের একটি সূত্রে জানা গেছে, নগরীর তেরখাদিয়া এলাকার একটি বাড়িতে ওই তরুনীকে হত্যা করা হয়। ওই বাড়িটি জিআরপি এক পুলিশ কনস্টেবল ভাড়া নিয়েছে। গত ৬ এপ্রিল ওই পুলিশ কনস্টেবল বাড়িটি ভাড়া নেয়। তার স্ত্রীও পুলিশ কনস্টেবল। সে বগুড়ায় কর্মরত। রোববার বিকেলে পিবিআই সদস্যরা ওই বাড়িতে তদন্তে যায়।

তারা জানায়, ওই পুলিশ সদস্যকে পাবনা নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। সে হত্যার কথা স্বীকার করে বলেছে, হত্যার পর ড্রামে লাশ ভরে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়। সিসিটিভির ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

শুক্রবার নগরীর অদূরে বাইপাস সড়কের সিটি হাটের কাছে একটি ডোবায় ড্রামের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে শাহমখদুম থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। লাশ উদ্ধারের সময় ডিবি, সিআইডি ও পিবিআই সদস্যরা উপস্থিত ছিলেন। তারা পৃথকভাবে তদন্ত শুরু করে।

আরবিসি/১৮ এপ্রিল/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category