আরবিসি ডেস্ক : ভারতের ছত্তিশগড়ে করোনা ডেডিকেটেড হাসপাতালে আগুন লেগেছে। এতে পাঁচ জন মারা গেছেন। বাকি রোগিদের অন্য হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) রায়পুরে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় হঠাৎ হাসপাতালে আগুন লাগে। ওই সময় সেখানে মোট ৫০ জন করোনা রোগি চিকিৎসাধীন ছিলেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার তারকেশ্বর প্যাটেল এ বিষয়ে জানান, হাসপাতালে আগুনের ঘটনায় ৫ জন প্রাণ হারিয়েছেন। বাকি রোগিদের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হবে। তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে।
আরবিসি/১৮ এপ্রিল/ রোজি