• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

নওগাঁয় লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন

Reporter Name / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

নওগাঁ প্রতিনিধি: করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে বুধবার থেকে সারা দেশর ন্যায় নওগাঁতে শুরু হয়েছে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন। এ লকডাউন মানাতে যথেষ্ট তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।

তবে রমজানের শুরুর দিনে কঠোর লকডাউনে বিভিন্ন অযুহাতে যেসব মানুষ বাড়ির বাইরে বের হচ্ছেন তাদেরকে পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে। তবে জরুরি প্রয়োজন ছাড়া লকডাউনে মানুষের ঘর থেকে বের হওয়া নিষেধ থাকলেও নিম্ন আয়ের মানুষ অনেকে রাস্তায় নেমেছেন। যানবাহন না থাকলেও রাস্তায় বেশকিছু রিকশা-ভ্যান ও মোটরসাইকেল চোখে পড়েছে। আবার অনেক মানুষ পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।

তবে কাঁচাবাজারগুলো খোলা জায়গায় স্থানান্তরের কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয় নি। ফলে কাঁচাবাজার গুলোতে স্বাস্থ্যবিধির কোন বালাই ছিল না।
শহরের কয়েকটি পয়েন্টে জেলা পুলিশের কয়েকটি টিম কাজ করছে। তবে সকাল ১১টায় শহরের মুক্তির মোড়ে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। পুলিশ সুপার আবদুল মান্নান মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করছিলেন। বিনা কারণে সেসব মানুষ যানবাহন চালিয়ে যাচ্ছেন তাদেরকে মামলা দিয়ে জরিমসানা করতে দেখা গেছে।

যানবাহন বন্ধ থাকায় রিকশা-ভ্যানে করে যেসব মানুষ প্রয়োজনীয় কাজে যাচ্ছে। পুলিশ তাদের থামিয়ে জিজ্ঞাসা করছেন কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন। কিন্তু সদুত্তর না পাওয়ায় অনেককেই রিকশা থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। বেশি প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি দিয়ে তাকে তার গন্তব্যে পৌছে দেওয়া হচ্ছে।

এসময় ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল, অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়সাল মাহমুদ, ট্রাফক সার্জেন্টসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এদিকে, শহরের বিভিন্ন পয়েন্টে দোকানপাট খোলা রাখার দায়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত জরিমানা করতে দেখা গেছে। তাছাড়াও মানুষদেরকে বুঝিয়ে ঘরে ফেরার জন্য আহবান করছেন।

জেলা প্রশাসক হারুন-অর-রশিদ জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার এ লকডাউন ঘোষণা করেছে। তাই সকলকে অন্ততপক্ষে নিজেদের সুরক্ষার স্বার্থে লকডাউন মেনে চলার আহবান জানান তিনি।

পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া জানান, দেশকে করোনার হাত থেকে রক্ষার স্বার্থে সরকারের নির্দেশে সারাদেশে লকডাউন চলছে। যে কোন ভাবেই হোক সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ বাহিনী সদা সচেষ্ট রয়েছেন বলে জানান তিনি।

আরবিসি/১৫ এপ্রিল/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category