স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি থানায় বসানো হয়েছে লাইট মেশিনগান (এলএমজি) চৌকি। বালুর বস্তা দিয়ে তৈরি চৌকিতে সর্বদা প্রস্তুত রাখা হয়েছে একজন পুলিশ সদস্য।
শনিবার (১০ এপ্রিল) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২ থানাতে এলএমজি চৌকি বসানোর কার্যক্রম শুরু হয়। রোববার (১১ এপ্রিল) চৌকির নির্মাণ কাজ শেষ হয়।
সোমবার (১২ এপ্রিল) আরএমপি মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘গত বুধবার (৭ এপ্রিল) থেকে আরএমপির পুলিশ লাইনস মাঠে পুলিশ সদস্যদের হালকা ভারি অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। রোববার (১১ এপ্রিল) থেকে থানায় এলএমজি চৌকি বসানো হয়েছে। যারা প্রশিক্ষণ নিয়েছেন প্রথমে তারা চৌকিতে দায়িত্ব পালন করবেন।পর্যায়ক্রমে সব পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেয়া হবে।পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হবে।’
তিনি আরও বলেন, ‘এটি একটি রুটিন ওয়ার্ক। আগেও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল তখনও এমন ‘এলএমজি চৌকি’ স্থাপন করা হয়েছিল।’
সোমবার (১২ এপ্রিল) দুপুরে নগরীর চন্দ্রিমা থানায় দেখা যায়, নিরাপত্তা চৌকিতে এলএমজি নিয়ে প্রস্তুত রয়েছেন একজন পুলিশ সদস্য। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনীর বলেন, ‘২৪ ঘণ্টা চৌকিতে একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্যই মূলত এ প্রস্তুতি।’
আরবিসি/১২ এপ্রিল/ রোজি