• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন
শীর্ষ সংবাদ
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান শাখায় হাতাহাতি রাজশাহীতে লাঞ্ছিতের পর ১২ ঘন্টা মেসে অবরুদ্ধ ছাত্রীরা, গ্রেপ্তার ৩ গভীর রাতে রাজশাহী সীমান্তে বিএসএফের দফায় দফায় গু’লি বর্ষণ, জনমনে আতঙ্ক রাজশাহীর বাগমারায় তেলের ট্রাক বিস্ফোরণে পুড়লো ৪শ ব্যারেল তেল, ৮ দোকান রাবির ৬ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, ৩৩ জনের নানা মেয়াদে শাস্তি রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন করলেন আরএমপি পুলিশ কমিশনার উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক পাকিস্তানি চিনি, আলুসহ শিল্পের কাঁচামাল নিয়ে এলো সেই জাহাজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন রাজশাহীর চারঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫

ফেব্রুয়ারির চেয়ে দ্বিগুণ মৃত্যু এপ্রিলের ৯ দিনে

Reporter Name / ১৬১ Time View
Update : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

আরবিসি ডেস্ক : ফের ভয়াবহ হয়ে উঠেছে করোনাভাইরাস পরিস্থিতি। চারদিন ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা ষাটের ওপরে রয়েছে। প্রতিদিন শনাক্ত হচ্ছে ৭ হাজারের ওপরে নতুন রোগী। একদিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার বেড়েছে প্রায় ৩ শতাংশ। গত ফেব্রুয়ারির পুরো মাসে করোনায় মৃত্যু হয় ২৮১ জনের।

এপ্রিলের ৯ দিনেই মৃত্যু হয়েছে ৫৩৮ জনের। এর মধ্যে ৮ এপ্রিল সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষায় ৭ হাজার ৪৬২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৫৭ শতাংশ। অথচ, আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২০ দশমিক ৬৫ শতাংশ। একদিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে প্রায় ৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৩ জনের। সুস্থ হয়েছেন ৩ হাজার ৫১১ জন। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৫৮৪ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪০ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭ হাজারের বেশি রোগী শনাক্ত হলেও ৭১০ জনের আইসোলেশন নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। এদিকে করোনার এবারের ঢেউয়ে সংক্রমণের পাশাপাশি বাড়ছে সংকটাপন্ন রোগী। হাহাকার পড়ে গেছে আইসিইউ শয্যা নিয়ে। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেও মিলছে না আইসিইউ শয্যা। গতকাল ঢাকার ১০টি সরকারি হাসপাতালের ১৩২টি আইসিইউর মধ্যে ফাঁকা ছিল মাত্র ৩টি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ণ ইউনিটে ২০টি আইসিইউ শয্যা থাকলেও সংকটাপন্ন রোগী ভর্তি ছিলেন ২১ জন। ঢাকার ৯টি বেসরকারি হাসপাতালের ৩০৫টি আইসিইউ শয্যার মধ্যে ফাঁকা ছিল ১৭টি। সরকারি হাসপাতালের আইসিইউ পূর্ণ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে দরিদ্র রোগীরা। সারা দেশেই আইসিইউ শয্যা নিয়ে সংকট তৈরি হয়েছে।

অনেক জেলায় একটি শয্যাও ফাঁকা নেই। গতকাল সারা দেশের ৬০০টি আইসিইউর মধ্যে ফাঁকা ছিল মাত্র ১৫৫টি। এ ছাড়া ঢাকার দুটি হাসপাতালে মোট শয্যার চেয়ে ১১২ জন করোনা রোগী বেশি ভর্তি ছিল। গত ২৪ ঘণ্টায় মৃতদের ৪৩ জন ছিলেন পুরুষ ও ২০ জন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৩৬ জন ছিলেন ষাটোর্ধ্ব, ১৬ জন পঞ্চাশোর্ধ্ব, ৪ জন চল্লিশোর্ধ্ব, ৫ জন ত্রিশোর্ধ্ব ও ২ জনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এর মধ্যে ৪২ জন ঢাকা, ১০ জন চট্টগ্রাম, ২ জন রাজশাহী, ৩ জন খুলনা, ৪ জন বরিশাল এবং ১ জন করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে গত বছরের ৮মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

আরবিসি/১০ এপ্রিল/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category