স্টাফ রিপোর্টার : অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস চলাচলের ঘোষণা দিয়েছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন। বুধবার (৭ এপ্রিল) থেকে সকাল-সন্ধ্যা জেলার অভ্যন্তরীণ সকল রুটের বাস চলাচল করবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।
তিনি বলেন, ‘বুধবার থেকে সকাল-সন্ধ্যা দেশের সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহণ চালু রাখার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজশাহী সিটি করপোরেশন এলাকায় কোনো যাত্রীবাহী বাস চলাচল করেনা। কাজেই আমরা জেলাজুড়ে বাস চালাবো।’
এর আগে করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারণে গত সোমবার (৫ এপ্রিল) থেকে দেশ ব্যাপী এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে সরকার। যানবাহন বন্ধ থাকায় জনভোগান্তি বেড়েছে। লকডাউন ঘোষণার পর প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে ব্যবসায়ীরা।
আরবিসি/০৬ এপ্রিল/ রোজি