স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের ত্রাণ তহবিলে ২৫ হাজার ছোট বোতল হ্যান্ড স্যানিটাইজার ও এক হাজার মাস্ক দিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান লাফ্জ প্রা. লিঃ। সোমবার রাত ৯টায় নগর ভবনে রাসিক এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তুলে দেন লাফ্জ বাংলাদেশ অফিসের হেড অফ অপারেশন মোঃ জাহিদুল ইসলাম (রনি)।
এদিকে একই সময়ে মার্চ এডুকিটের পক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ইনফ্লারেড থার্মমিটার (টু-ইন-ওয়ান) প্রদান করা হয়েছে। মার্চ এডুকিটের পরিচালক মো. মাহমুদ হোসেন মাসুদ মেয়রের হাতে ইনফ্লারেড থার্মমিটার টি তুলে দেন। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, নাট্যজন কামার উল্লাহ সরকার কামার ও কান্ত কবির মেলার সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।
আরবিসি/০৫ এপ্রিল/ রোজি