মহাদেবপুর প্রতিনিধি: করোনা থেকে মুক্তি লাভ ও সারাবছর সুস্থ থাকার প্রার্থনার মধ্য দিয়ে পালিত হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্মীয় উৎসব ফাগুয়া। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আশা প্রকল্পের সহায়তায় খিদিরপুরে আদিবাসী গ্রাম পরিষদের উদ্যোগে সোমবার এ ধর্মীয় উৎসব পালিত হয়। উৎসব উপলক্ষে খিদিরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আদিবাসী গ্রাম পরিষদের সভাপতি বৈদ্যনাথ কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দিপঙ্কর লাকড়া, কারিতাসের মাঠ কর্মকর্তা হোসান্না হাসদা, প্রকল্প সুপারভাইজার ভবেশ উরাও, উমা উরাও, কস্তানটিনা টপ্য। পরে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীরা।
আরবিসি/০৫ এপ্রিল/ রোজি