• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন

বাড়তে পারে লকডাউনের সময়

Reporter Name / ১০৬ Time View
Update : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

আরবিসি ডেস্ক : সংক্রমণের হার বৃদ্ধি পেলে লকডাউনের সময় বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। তিনি বলেন, ‘সংক্রমণের হারের ওপরই নির্ভর করবে লকডাউন বাড়বে কী না।’

সোমবার সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন শেষে লকডাউনের সময় আরও বাড়তে পারে কী না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘মানুষের জীবন রক্ষার জন্যেই লকডাউন ঘোষণা করা হয়েছে।’

 

খুরশীদ আলম বলেন, ‘সরকারি নির্দেশনা যারা মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া আছে। সচেতনতা সৃষ্টির জন্যে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সারাদেশে প্রচারণা কাযর্ক্রম চালাবে।’

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ সোমবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করে গণপরিবহন চলাচল বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রোস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

আরবিসি/০৫ এপ্রিল/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category