স্টাফ রিপোর্টার : করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর থেকে এ ঘোষণা কার্যকর হচ্ছে।
রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সুপারভাইজার শরিফুল ইসলাম জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মেয়রের নির্দেশে চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যান বন্ধ ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার থেকে বনভোজনসহ সবধরনের অনুষ্ঠান বন্ধ করা হয়েছিলো। শনিবার দুপুর থেকে সাধারণ দর্শনার্থীদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।
এদিকে রাজশাহী নগরীর বিনোদন কেন্দ্র টি-বাঁধের ট্যুরিস্ট স্পট বন্ধ থাকবে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ রাজশাহী রিজিয়ন। এনিয়ে মাইকিং করেছে ট্যুরিস্ট পুলিশ। সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় টি বাধ ট্যুরিস্ট স্পট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের ১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত টি বাধঁ ট্যুরিস্ট স্পট বন্ধ থাকবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে বন্ধের সময়সীমা বাড়ানো হতে পারে।
আরবিসি/০৩ এপ্রিল/ রোজি