• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ২৮ লাখ

Reporter Name / ৩৬০ Time View
Update : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

আরবিসি ডেস্ক : করোনাভাইরাস মহামারির থাবায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রাণহানি অব্যাহত রয়েছে। করোনায় আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৮ লাখ ৫০ হাজার। এছাড়া শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১৩ কোটি ৮ লাখ ১০ হাজার।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৮ লাখ ৫০ হাজার ৩৯৮ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৮ লাখ ৯ হাজার ৭৪০ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৬২৫ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৬৭ হাজার ৬১০ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ২৯ লাখ ১২ হাজার ৩৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৩৬৬ জনের।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত করোনায় আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় হলেও মৃতের সংখ্যার দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ২৩ লাখ ৯১ হাজার ১২৯ জন এবং মারা গেছে ১ লাখ ৬৪ হাজার ১৪১ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে ৯৬ হাজার ২৮০ জন, রাশিয়া ৯৯ হাজার ৬৩৩ জন, যুক্তরাজ্য এক লাখ ২৬ হাজার ৮১৬ জন, ইতালি এক লাখ ১০ হাজার ৩২৮ জন, তুরস্ক ৩১ হাজার ৮৯২ জন, স্পেন ৭৫ হাজার ৫৪১ জন, জার্মানি ৭৭ হাজার ৪২১ জন এবং মেক্সিকোতে ২ লাখ তিন হাজার ৮৫৪ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। বিশ্ব এখন করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে।

আরবিসি/০৩ এপ্রিল/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category