• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০ অপরাহ্ন
শীর্ষ সংবাদ

দেশে করোনা আক্রান্তে সব রেকর্ড ছাড়ালো, মৃত্যু আরও ৫০

Reporter Name / ২৩৭ Time View
Update : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

আরবিসি ডেস্ক: করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৮৩০ জন আক্রান্ত হয়েছে। যা একদিনে দেশে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৬ লাখ ২৪ জার ৫৯৪ জন। এছাড়া এ সময়ে নতুন করে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ১৫৫ জনে।

শুক্রবার বিকেল স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে আরও ২ হাজার ৪৭৩ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত স্স্থু হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এর মধ্যে ওই বছরের ৫ নভেম্বর মৃত্যুর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর খবর আসে ৩০ জুন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের উপদ্রব শুরু হয়। বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছরের ১১ মার্চ কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারি ঘোষণা করে।

আরবিসি/০২ এপ্রিল/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category