• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন

রাজশাহীতে হরতালের নামে নাশকতা ঠেকাতে মাঠে আ’লীগ

Reporter Name / ১১২ Time View
Update : রবিবার, ২৮ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে হেফাজতের হরতাল কর্মসূচী না থাকলেও হরতালের নামে জামায়াত-শিবির বিএনপির যে কোনো নাশকতার বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজপথে সক্রিয় রয়েছে রাজশাহী নগর আওয়ামী লীগ। তারা নগরীতে হরতাল ও নাশকতা বিরোধী বিক্ষোভ মিছিলও করেছে।

 

রবিবার বেলা ১১টা থেকে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে সেখান থেকে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্বে দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক ডাবলু সরকার। মিছিলটি নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

 

মিছিলে অন্যদের মধ্যে ‍উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লেমন প্রমূখ।

 

মেয়র লিটন বলেন, হেফাজতের তথাকথিত হরতালে রাজশাহীর মানুষ সাড়া দেয় নি। রাজশাহীর সবকিছু স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচল করছে। দোকানপাট যথারীতি চালু রয়েছে। তিনি বলেন, দেশের মানুষ আর হরতালে সাড়া দেবে না। তবে হরতালের নামে জামায়ত শিবির ও বিএনপি যে কোনো নাশকতামুলক কর্মকান্ড ঘটাতে পারে। এ জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মাঠে থেকে এর জবাব দেয়ার আহ্বান জানান তিনি।

 

আরবিসি/২৮ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category