স্টাফ রিপোর্টার:
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
পরে সকাল ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ, লাইব্রেরি প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি ও শারীরিক শিক্ষা বিভাগের খেলার মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফেস্টুন উড়ান রুয়েটের ভিসি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।
পরে বেলা ১১টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. রবিউল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালযের ভিসি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেন, ইসিই অনুষদের ডিন অধ্যাপক ড. জহুরুল ইসলাম সরকার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিয়া জসলুল সাদত, রুয়েট অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি রোকনুজ্জামান, রুয়েট ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড়, কর্মচারী সমিতির সভাপতি মহিদুল ইসলাম মোস্তফাসহ বিভাগীয় প্রধান, শাখা প্রধান, হল প্রভোস্টবৃন্দ প্রমুখ।
আরবিসি/২৬ মার্চ/এলএইচ