আরবিসি ডেস্ক : মিচেল স্ট্যানারের বল লং অফে পাঠিয়ে এক রান নিলেন তামিম ইকবাল। এ রানে তামিমের রান পঞ্চাশ ছাড়িয়ে গেল। তামিম পেলেন ক্যারিয়ারের ৫০তম ফিফটির স্বাদ।
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তামিম এমন কীর্তি গড়লেন। ফিফটিতে তামিমের পরেই আছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের হাফ সেঞ্চুরি আছে ৪৮টি। এরপর মুশফিকের ৩৯, মাহমুদউল্লাহর ২২ ও আশরাফুলের ২০ হাফ সেঞ্চুরি রয়েছে।
তামিম ৮৪ বলে পেয়েছেন ফিফটির স্বাদ। ইনিংসটি ছিল ৬টি বাউন্ডারিতে সাজানো। শুরু থেকেই মন্থর ব্যাটিং করছিলেন বাংলাদেশের অধিনায়ক। তবে ম্যাট হেনরিকে অষ্টম ওভারে তিন বাউন্ডারি মারার পর স্বরূপে ফিরে আসেন। এরপর ধারাবাহিক রান নিচ্ছিলেন। কিন্তু ৪০ থেকে ৫০ রানে যেতে অনেক সময় নেন বাঁহাতি ওপেনার। ১০ রান পেতে খেলেছেন ২৮ বল।
৫০টি হাফ সেঞ্চুরির পাশাপাশি তামিমের সেঞ্চুরি আছে ১৩টি। ২১২ ম্যাচে তামিমের এখন পর্যন্ত রান ৭৪৪৫। আজকের হাফ সেঞ্চুরির ইনিংসটি সেঞ্চুরিতে রূপ দিতে পারেন কিনা সেটাই দেখার।
আরবিসি/২৩ মার্চ/ রোজি