• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন

রাজশাহীতে শপথ নিলেন উপজেলা চেয়ারম্যান ও ৫ পৌরসভার মেয়র

Reporter Name / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগের পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান, পাঁচটি পৌরসভার মেয়র ও কাউন্সিলদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী শিল্পকলা একাডেমিতে শপথ বাক্য পাঠ করান- রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান, পাঁচজন মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ১৯ জন ও সাধারণ কাউন্সিলর ৫৭ মিলে মোট ৮২ জন শপথ নেন। তবে বগুড়া পৌরসভার একজন সাধারণ কাউন্সিলর অনিবার্য কারণবশতঃ শপথ নিতে পারেননি। ভার্চ্যূয়ালী তাকে শপথবাক্য পাঠ করাবেন বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির।

এর মধ্যে রাজশাহী জেলার, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক ও দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ, জয়পুরহাট জেলার জয়পুরহাট পৌরসভার মোস্তাফিজুর রহমান ও বগুড়া জেলার বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা শপথ নিয়েছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগের পরিচালক মো. জিয়াউল হক ও উপপরিচালক ড. চিত্রলেখা নাজনীন উপস্থিত ছিলেন।

আরবিসি/২৩ মার্চ/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category