• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

মেয়েকে ধর্ষণের দায়ে রাজশাহীর আদালতে বাবার মৃত্যুদণ্ড

Reporter Name / ১২৫ Time View
Update : সোমবার, ২২ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ময়েকে ধর্ষণের দায়ে নজরুল ইসলাম ওরফে নজরুল কসাই (৫০) নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মনসুর আলম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নজরুল রাজশাহী মহানগরীর বাজেসিলিন্দা মহল্লার মৃত খবির উদ্দিনের ছেলে।

রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশেদ-উন-নবী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৮ সালের ১৪ মে ভোরে তিনি রান্নার কাজে ছাত্রাবাসে গেলে ঘুমন্ত নাবালিকা মেয়েকে (১৪) ধর্ষণ করেন নজরুল।

এ ঘটনাটি কাউকে জানালে তার মাকে জবাই করে হত্যা করা হবে বলেও মেয়েকে হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি জানতে পেরে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি নজরুলের স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন।

এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতে মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে নজরুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।

এ কারণে আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিকে আদালতের কাঠগড়ায় উপস্থিত করা হয়েছিল। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

রায় ঘোষণার সময় আসামির কোন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

আরবিসি/২২ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category