মান্দা প্রতিনিধি: ব্রিজ তো নয়, যেন মৃত্যুর ফাঁদ। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনাসহ যোগাযোগ বিচ্ছিন্নের মতো বড় দুর্ঘটনা। নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের সতিহাট থেকে মহাদেবপুর যাওয়ার পথে মান্দার গনেশপুর পূর্বপাড়া নামক স্থানে এ ব্রিজটি।
প্রতিনিয়তই ওই রাস্তা দিয়ে আশেপাশের কয়েকটি গ্রামের লোকজন চলাচলসহ টমটম, ভুটভুটি, টাক্টর, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করে ওই জনগুরুত্বপূর্ণ গ্রামীণ পাকা রাস্তাটি দিয়ে। দীর্ঘ প্রায় ৬ মাস পূর্বে ব্রিজটি ভেঙ্গে মৃত্যুর ফাঁদে পরিনত হলেও কর্তৃপক্ষ মেরামতের কোন পদক্ষেপ নেয়নি।
ফলে পূর্বের সেই ছোট ভাঙ্গা অংশটি দিনে দিনে মৃত্যুর ফাঁদে পরিনত হয়েছে। ইতোমধ্যেই ব্রিজটির মাঝখানে বিশাল অংশ ভেঙ্গে যাওয়ার কারনে প্রায় ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা ভাঙ্গা অংশে বাঁশের মাথায় পলিথিন পেচিয়ে সতর্ক সংকেত দিয়ে রেখেছে।
পথচারীরা জানান, প্রায় ৬ মাস পূর্বে সামান্য অংশ ভাঙ্গলেও তা মেরামতের কোন উদ্যোগ না নেওয়ায় এখন বিশাল ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। যে কোন সময় রাস্তা দিয়ে চলাচল অযোগ্য হয়ে পড়বে। দ্রুত মেরামত করা না হলে ব্রিজটি ভাঙ্গনের কারণে হাজারো লোকজনকে চরম দুর্ভোগের শিকার হতে হবে।
স্থানীয় গনেসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ উদ্দিন বলেন, দ্রুত ব্রিজটি মেরামত করা হবে। মান্দা উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হয়েছি। দ্রুত ব্রিজটি মেরামতের আশ্বাস প্রদান করেন তিনি।
আরবিসি/২১ মার্চ/ রোজি