আরবিসি ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৬৬৮ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৮৬৮ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬৮ হাজার ৭০৬ জনে।
শনিবার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১৫ ও ১৬ মার্চ করোনায় ২৬ জন করে মারা যান। তিনদিন মৃত্যুর সংখ্যা কিছুটা কম থাকলেও আবার তা পূর্বের অবস্থায় ফিরল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন এক হাজার ৫৭৭ জন। এ সময়ে ১৯ হাজার ৯২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯০০টি নমুনা।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনের ১৯ জন পুরুষ, বাকি সাতজন নারী। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া আট হাজার ৬৬৮ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৫৫১ জন, বাকি দুই হাজার ১১৭ জন নারী।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ২৬ জনের মধ্যে ষাটোর্ধ্ব ১৩, ৫১ থেকে ৬০ বছরের নয়জন এবং বাকি চারজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে প্রথম মৃত্যু হয়।
আরবিসি/২০ মার্চ/ রোজি