• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

প্রেমের টানে ভারতে বাংলাদেশি কিশোরী, অতঃপর

Reporter Name / ২৬৬ Time View
Update : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

আরবিসি ডেস্ক : প্রেমের টানে ভারতে যাওয়ার পর দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছে এক বাংলাদেশি এক কিশোরী।

পতাকা বৈঠক শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোরীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। পরে পুলিশ ওই কিশোরীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের মিস্টার আলীর নবম শ্রেণি পড়ুয়া মেয়ে মেরিনা আক্তারের ভারতের নন্দীরচর গ্রামের আক্তার হোসেন নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

বৃহস্পতিবার সকালে প্রেমের টানে রহিমপুর সীমানা দিয়ে ভারতের নন্দীরচর গ্রামে চলে যায় মেরিনা আক্তার। পরে সন্দেহজনক আচরণে বিএসএফ মেরনিাকে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানায়, তার বাড়ি বাংলাদেশে। পরে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে। এক পর্যায়ে বকশীগঞ্জ- কামালপুর স্থলবন্দর সীমান্তে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পতাকা বৈঠক শেষে ওই কিশোরীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ ওই কিশোরীকে তার পরিবারের কাছে ফেরত দেয়।

পতাকা বৈঠকে বিজিবি-৩৫ ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্বে দেন কোম্পানী কমান্ডার আজমল হোসেন এবং ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন এসকে বিশাল।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে জানান, মেরিনা আক্তারকে তার পরিবারের কাছে ফেরত দেয়া হয়েছে।

আরবিসি/১৯ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category