স্টাফ রিপোর্টার: সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।
নগর ভবন হতে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বর হয়ে শিরোইল বাস টার্মিনাল হয়ে সিরোইল ভাংরিপট্টি হয়ে ভদ্রা স্মৃতি অম্লান হয়ে পুনরায় নগর ভবন পর্যন্ত বিভিন্ন সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান ও ট্রেড লাইসেন্স পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় রাস্তার উভয় পাশের ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানকালে ৪০টি মামলা দায়ের করে ৬৮ হাজার ৭০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
আরবিসি/১৮ মার্চ/ রোজি