স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় বিদ্যুতের আগুনে কৃষক আব্দুল খালেকের বাড়ি ভষ্মিভূত হয়েছে। এ সময় বাড়িতে থাকা অনেক কবুতর পুড়ে মারা গেছে। এছাড়াও দদ্ধ হয়েছে হাঁস, মুরগী এবং ছাগল। আগুন নেভাতে গিয়ে মহেলা বিবি নামের এক নারীও দগ্ধ হয়েছেন। বাড়িঘর সহ বাড়ির সকল কিছুই পুড়ে ভষ্মিভূত হয়েছে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গনিপুর ইউনিয়নের চকমহব্বদপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক কৃষক আব্দুল খালেকসহ পরিবারের সদস্যরা বুধবার রাতে ঘুমিয়ে পড়েন। রাত ৩ টার পরে আব্দুল খালেকের বিছানার পাশে দেয়ালে থাকা বিদ্যুতের বোড থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে আগুন সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়ে।
ঘুমের ঘরে আগুন লাগার কারনে সহজের বুঝতে পারেন নি। তবে আব্দুল খালেকের স্ত্রী মহেলা বিবি প্রথমে আগুন দেখতে পান। দরজায় আগুন লাগার কারনে কেউ বাড়ির বাহির হতে পারেননি। কেবল বাড়ির ভেতরে থেকে আগুন আগুন চিৎকার করতে থাকে তারা। পরে আশপাশের বাড়ির লোকজন টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে বাড়িতে থাকা নগদ টাকা পয়সা, ধান, চাউল, পোশাক, টিন, সহ বাড়ির সকল কিছু পুড়ে ভষ্মিভূত হয়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাগমারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট। স্থানীয়দের সাথে নিয়ে আগুন নেভাতে সক্ষম হন তারা। পরে আগুনে পুড়ে যাওয়া আব্দুল খালেকের বাড়ি পরিদর্শনে আসেন বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু সহ অনেকেই। আগুনের কাছে পরাজিত হয়ে এক কাপুড়েই আছে তারা। বর্তমানে রান্না করার মতো কিছুই নেই তদের।
স্থানীয় বাসিন্দা আকরাম হোসেন মাস্টার বলেন, বাড়ির পাশাপাশি তার বাড়ি হওয়ার কারণে দ্রুত ঘটনাস্থালে উপস্থিত হন এবং আরো লোকজনকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
আরবিসি/১৮ মার্চ/ রোজি