স্টাফ রিপোর্টার : নানা আযোজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করেছে আইইবি, রাজশাহী কেন্দ্র ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ। বুধবার সকালে আইইবি রাজশাহী কেন্দ্রের চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলনের পর কুমারপাড়াস্থ মহানগর মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পিত শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় অন্যদের মধ্যে আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী আবুল বাসার, সম্মানী সম্পাদক প্রকৌশলী নিজামুল হক সরকার, ভাইস-চেয়ারম্যান (প্রশাসন) অধ্যাপক ড. প্রকৌশলী শামিমুর রহমান, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক) অধ্যাপক ড. প্রকৌশলী আব্দুল আলীম, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, রাজশাহীর সভাপতি, প্রকৌশলী লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিক রহমান, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ড. প্রকৌশলী এনএইচএম কামরুজ্জামান সরকার, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী হাসিবুল হুদা, প্রকৌশলী তারেক মোশাররফ, অধ্যাপক ড. প্রকৌশলী নজরুল ইসলাম মন্ডল, প্রকৌশলী তরিকুল ইসলাম, প্রকৌশলী জিন্নুরাইন খান, প্রকৌশলী শাহীনুল ইসলাম, প্রকৌশলী হারুন আর রশিদ, প্রকৌশলী নাজমুল হুদা, প্রকৌশলী মোখলেসুর রহমান, অধ্যাপক ড. প্রকৌশলী নিরেন্দ্রনাথ মুস্থাফি, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, প্রকৌশলী শোয়াইব মুহাম্মদ শাইখ, প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রকৌশলী আসিফ আল আমিন সাফি, প্রকৌশলী সামিউল ইসলাম (রবিন), প্রকৌশলী সাদেকুর রহমান, প্রকৌশলী প্রকৌশলী নাসির উদ্দিন শাহ্, প্রকৌশলী ওয়াসেক আহমেদ, প্রকৌশলী শাহ আলম, প্রকৌশলী ইকবাল হোসেন সুমন প্রমুখ।
আরবিসি/১৭ মার্চ/ রোজি