আরবিসি ডেস্ক : ইরাকে একটি মার্কিন ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলের আল-বালাদ সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৭টি রকেট নিক্ষেপ করা হয়।
মঙ্গলবার (১৬ মার্চ) তুর্কি সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি ও ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস জানায়, সোমবার (১৫ মার্চ) ইরাকের উত্তরাঞ্চলের আল-বালাদ সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৭ টি রকেট নিক্ষেপ করা হয়। তবে এর দুটি ঘাঁটিতে আঘাত হানে। অন্য পাঁচটি রকেট ঘাঁটির পাশের একটি গ্রামে গিয়ে পড়ে।
খবরে বলা হয়, রকেট হামলায় ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ হামলার দায়ও কেউ স্বীকার করেনি।
উল্লেখ্য, গত কয়েক মাসে ইরাকে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে দফায় হামলা হয়েছে। গত ৩ মার্চ ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে এ ধরনের রকেট হামলায় আমেরিকার একজন ঠিকাদার নিহত হন। ইরাক-সিরিয়া সীমান্তে স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির যোদ্ধাদের ওপর বিমান হামলার পর আইন আল-আসাদ ঘাঁটিতে রকেট হামলা হয়। এছাড়া বাগদাদের কূটনৈতিক এলাকা গ্রিনজোনে প্রায়ই মাঝেমধ্যে রকেট হামলা হয়ে আসছে। পাশাপাশি ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের গাড়িবহরে সাম্প্রতিক দিনগুলোতে অনেকবার বোমা হামলার ঘটনা ঘটেছে।
আরবিসি/১৬ মার্চ/ রোজি