আদমদীঘি প্রতিনিধি: দৈনিক সানশাইন পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে বগুড়ার সান্তাহারে রেলওয়ে সরকারি সম্পত্তিতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদসহ জরিমানা, কারাদণ্ড ও সিলগালা করা হয়েছে।
রবিবার বেলা ১২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত সান্তাহার রেলগেট থেকে শুরু করে আশে পাশে অভিযান চালিয়ে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ৫ জনকে জরিমানা ২ জনকে ৭ দিন করে বিনাশ্রমে কারাদন্ড ও কয়েকটি বাড়ি সিলগালা করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান।
জানা যায়, সান্তাহার রেল লাইনের মাঝে এবং এর আশেপাশে কেউ ক্ষমতার জোরে, কেউবা কৌশলে অবৈধ স্থাপনা গড়ে ব্যবসা করে আসছিলো। তারই ধারাবাহিকতায় রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রেলওয়ের পশ্চিমাঞ্চলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল এস্টেট অফিসার নুরুজ্জামান উচ্ছেদ অভিযান শুরু করেন। অভিযানে ৫ জনের জরিমানাসহ ২ জনের কারাদন্ড এবং কয়েকটি বাড়ি সিলগালা করা হয়েছে।
সান্তাহার বশিপুর এলাকার আতিকুজ্জামানের ১০হাজার, আব্দুল মান্নানের ১০ হাজার, মিলটন হোসেনের ৫ হাজার, লিটন ডটকমের ৫ হাজার ও ৫ বছর ধরে খাজনা না দেওয়ার অপরাধে হোটেল স্টারের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং শহিদুল ইসলাম ও মিঠু হোসেনকে ৭ দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়াও প্রতিটি বাড়ি সিলগালা এবং স্টার আবাসিক হোটেলসহ কয়েকটি আবাসিক হোটেল সিলগালাও করা হয়। ফ্রেন্ডস টেইলার্সের বাদশার বাড়ির মামালাল নিলাম হয় সাড়ে ১১হাজার টাকায় এবং শান্ত নামের ব্যক্তির নির্মাণের স্থাপনার কাজ বন্ধ করে লাল পতাকা হিসাবে সংকেত দেওয়া হয়েছে।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন, সান্তাহার স্টেশন মাস্টার হাবিবুর রহমান, আর এন বি পরিদর্শক নূর নবী, রেলওয়ে থানার উপ পরিদর্শক তারিকুল ইসলাম, সান্তাহার পুলিশ ফাঁড়ির এ এস এই রুস্তম ফারুক, এস্টেট বিভাগের আমিন আলিমুর রাজিব।
বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান বলেন, উচ্ছেদের অভিযান শুরু হয়েছে। এ অভিযান আগামী সপ্তাহে আবারও শুরু করা হবে।
আরবিসি/১৫ মার্চ/ রোজি