আরবিসি ডেস্ক : চট্টগ্রাম অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। সামনে তা আরও বেড়ে মৌসুমের প্রথম তাপদাহ বয়ে যাওয়ার পাশাপাশি কালবৈশাখীর আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
অধিদপ্তরের পরিসংখ্যান মতে, শনিবার চট্টগ্রাম বিভাগের সমুদ্র উপকূলবর্তী অঞ্চল সীতাকুণ্ড ও পার্বত্য জেলা রাঙামাটিতে দেশের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। বিভাগের অন্যান্য অঞ্চলসহ সারাদেশে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং কিছু কিছু স্থানে শিলাবৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, আবহাওয়ার বিরাজমান এ অবস্থাকে কালবৈশাখী মৌসুমের প্রাকপ্রস্তুতি পর্ব বলা যায়। দেশের সর্বত্র তাপমাত্রার পারদ এখন ঊর্ধ্বমুখী। কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে। এসময় মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার আলামত বিদ্যমান রয়েছে। ইতিমধ্যে উত্তরাঞ্চলের কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে ঝড়ো হাওয়াসহ বজ্র ও শিলাবৃষ্টি হয়েছে। এপ্রিল মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আরবিসি/১৪ মার্চ/ রোজি