স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কর্মকান্ড উদ্বোধন ও পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। শনিবার সকাল থেকে তিনি নগরীর একাধিক ফোরলেন সড়ক, অবকাঠামো উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন ছাড়াও বেলা আড়াইটার সময় নগরীর সোনাদীঘির মোড়ে নির্মাণাধীন বহুতল মার্কেট প্লেস ‘সিটি সেন্টার’ পরিদর্শন করেন।
পরে সাংবাদিকদের কাছে সিটি সেন্টার নির্মাণকাজ, নগরীর অবকাঠামো ও উন্নয়ন দেখে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জান লিটন, এনা গ্রুপের আঞ্চলিক পরিচালক সারোয়ার জাহান, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী নগরীর বিভিন্ন সড়ক অবকাঠামো উদ্বোধন করেন।
আরবিসি/১৩ মার্চ/ রোজি