আরবিসি ডেস্ক : দেশের পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে সারাদেশের ১৪টি অঞ্চলের নদীবন্দরকে ১নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে দেশের কিছু অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে গেলেও এর রেশ এখনও কাটেনি। আজ রাতেও প্রায় ১৪ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ আবহাওয়াবিদ বলেন, রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য এ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এরপর পরিস্থিতি বুঝে আবহাওয়া অফিস তথ্য জানাবে। তবে আশা করা হচ্ছে, সকালের দিকে ঝড়ো হাওয়া কমে যাবে।
আবহাওয়ার অফিস জানায়, পাবনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রার তথ্যে আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে। তবে পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতিতে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
এদিকে শনিবার বিকেলে ঢাকায় শুরুতে ঘণ্টায় ৫২ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যায়। পরে এর গতি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার গতিতে দাঁড়ায়। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি ছিল না। পাশাপাশি নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশাল অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে।
বৃষ্টিপাতের পরিমাণের তথ্যে বলা হয়, ঢাকায় তিন, টাঙ্গাইলে আট, বগুড়ায় ছয় মিলিমিটারসহ দিনাজপুর, রাজশাহীর কিছু এলাকায় বৃষ্টিপাত হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আরবিসি/১৩ মার্চ/ রোজি