• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
শীর্ষ সংবাদ
রাজশাহীতে ছাড়পত্র চাওয়ায় মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে ছাত্র আন্দোলনের সমন্বয়ককে হাতু’ড়িপে’টার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে রাজশাহীর বিভাগীয় পাসপোর্ট অফিসের ডিডি’র থানায় জিডি রাজশাহীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত তোপের মুখে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের ডিডি রাজশাহীর সারদায় আবারও এএসপি-এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত শেখ হাসিনা বিদায় হলেও দেশে গণতন্ত্র ফেরেনি: আব্দুস সালাম রাবির বধ্যভূমি এলাকায় ছিনতাইকারীর হামলায় আহত ১ আরএমপি’র ৩ থানায় নতুন গাড়ি হস্তান্তর করলেন পুলিশ কমিশনার রাজশাহীতে বহিস্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বাগমারার ১৬ ইউনিয়নে একযোগে আ’লীগের প্রার্থী বাছাই

Reporter Name / ১৫৩ Time View
Update : শনিবার, ১৩ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত মোতাবেক শনিবার বিকাল তিনটায় চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন উপলক্ষে উপজেলার ১৬টি ইউনিয়নে এক যোগে অনুষ্ঠিত হল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা। এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হতে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা দলীয় ফরম উত্তোলন করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত দলীয় ফরম সংগ্রহ এবং জমাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১৬ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮২ জন উপজেলা আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করেন। ইতোমধ্যে যারা দলীয় ফরম উত্তোলন করেছেন তাদের মধ্যে থেকে চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রস্তুত করা হবে। তৃণমূলের নেতৃবৃন্দের পছন্দ আর জনপ্রিয়তার মাধ্যমে সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরি করবে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত আহ্বায়করা।

দলীয় সূত্রে জানাগেছে, বিগত সময় গুলোতে প্রার্থী নির্বাচনের জটিলতার কারণে দলীয় প্রার্থীর পরাজয় ঘটেছে। সেই অবস্থান থেকে উঠে আসার জন্য সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে কঠোর হুসিয়ারী প্রদান করেছেন। প্রার্থী যেই হোক সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে। যারা নৌকার বিরুদ্ধে অবস্থান নেবেন তাদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে। তৃণমূল থেকে জনপ্রিয় প্রার্থী উঠে আসলে দলের জন্য মঙ্গলজনক হবে বলে আসা সকলের।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেশ কয়েকটি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। দলীয় নেতবৃন্দের দেয়া ভোটের মাধ্যমে চূড়ান্ত ভাবে প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচনের মাধ্যমে সম্ভাব্য প্রার্থী হিসেবে শ্রীপুর ইউনিয়নে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান।

উপজেলার ১৬টি ইউনিয়নের যে সকল স্থানে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে গোবিন্দপাড়া ইউনিয়নের দমনাশ-পারদামনাশ উচ্চ বিদ্যালয় মাঠে, নরদাশ ইউনিয়নের কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে, দ্বীপপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চত্বরে, বড়-বিহানালী ইউনিয়নের বড়-বিহানালী উচ্চ বিদ্যালয় মাঠে, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চত্বরে, আউচপাড়া ইউনিয়নের তকিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, বাসুপাড়া ইউনিয়নের দ্বীপনগর কলেজ মাঠে, শ্রীপুর ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে বাগমারা ডিগ্রী কলেজ চত্বরে, গনিপুর ইউনিয়নের দলীয় কার্যালয় মাদারীগঞ্জ বাজারে, শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল ডিগ্রী চত্বরে, মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছি মাদ্রাসায়, ঝিকরা ইউনিয়নের ঝিকরা উচ্চ বিদ্যালয় মাঠে, গোয়ালকান্দি ইউনিয়নের গোয়ালকান্দি মাদ্রাসায়, হামিরকুৎসা ইউনিয়নের হামিরকুৎসা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, যোগীপাড়া ইউনিয়নের কাতিলা সবুজ সংঘ স্কুল এন্ড কলেজ মাঠে, সোনাডাঙ্গা ইউনিয়নের নাসিরগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হলো ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা।

আরবিসি/১৩ মার্চ/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category