• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

রহনপুরে রেলবন্দরের আশ্বাস মন্ত্রীর

Reporter Name / ১৩৭ Time View
Update : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরকে রেলবন্দর স্থাপনসহ এলাকাবাসীর করা বিভিন্ন দাবী পূরণের আশ^াস দেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। তিনি শুক্রবার বিকেলে রহনপুর রেলস্টেশন পরিদর্শনে এসে উপস্থিত জনতার সামনে এ কথা বলেন।

তিনি বলেন শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। সারাদেশে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। রহনপুর একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন। সেহেতু বর্তমানে চালুকৃত বাংলাদেশ ভারত-নেপাল-ভুটান ত্রিদেশীয় বাণিজ্যরুট অবিলম্বে রহনপুর দিয়ে চালু হবে। রহনপুর থেকে করোনাকালীন ব›ধ হওয়া সকল ট্রেন রমজান মাসের আগেই চালু করা হবে।

এছাড়া এ অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল আম পরিবহণের জন্য শীঘ্রই ম্যাঙ্গো ট্রেনও চালু করা হবে। এছাড়া অন্যান্য ফসল ও শাকসবজী পরিবহনের জন্য প্রত্যেক ট্রেনের সাথে অতিরিক্ত বগি সংযোজন করা হবে যাতে কৃষকরা অতি অল্পখরচে পণ্য পরিবহণ করতে পারেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিলউদ্দিন আহমেদ শিমুল, অতিরিক্ত জেরা প্রশাসক তাজকির-উজ-জামান, জেলা পুলিশ সুপার আবদুর রকিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, সিনিয়র সহসভাপতি সাবেক এমপি জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ^াস, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ন রেজা, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন ও নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, রহনপুর রেলস্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম।

এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, পশ্চিমাঞ্চলের মহাপরিচালক মিহির কান্তি গুহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরবিসি/১২ মার্চ/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category