চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের পুত্রবধূসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত নারীর নাম যমুনা পাল। গ্রেফতার হওয়া দুজন হচ্ছে নিহত শাশুড়ি যমুনা পালের পুত্রবধূ পলি রানী পাল ও তার কথিত প্রেমিক সদর উপজেলার গোবরাতলা মহিপুরের গুলজার হোসেনের ছেলে মেহেদী হাসান।
বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাশুড়ি যমুনা পালকে গলা কেটে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে পুত্রবধূ পলি রানী পাল হত্যাকান্ডে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
পরকীয়ার সম্পর্ক দেখে ফেলায় এ হত্যার ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। এরআগে গ্রেফতার মেহেদীকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বিকালে রিমান্ডে নেওয়া হয়েছে।
৩ মার্চ দিবাগত রাতে শিবগঞ্জ পৌর এলাকার কুমারপাড়া-বাবুপাড়ার একটি ভাড়াবাসায় ওই নারীকে গলা কেটে হত্যা করা হয়।
পরদিন ৪ মার্চ বৃহস্পতিবার ভোরে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৫ মার্চ নিহতের ভাই বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পরে তদন্ত করে জানা যায় শাশুড়ি তার পুত্রবধূর পরকীয়া দেখে ফেলায় এ হত্যার ঘটনা ঘটেছে।
জানা যায়, যমুনা পালের ছেলে পেশায় স্বর্ণকার। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে ধার দেনা করে তিনি পালিয়ে রাজশাহীতে অবস্থান করছেন।
আরবিসি/১১ মার্চ/ রোজি