নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার অনন্তপুর গ্রামে আয়োজন করা হয় তৃণমূল নারীদের অংশগ্রহনে ছবি এঁকে ক্যানভাস চিত্রাংকন কার্যক্রম। আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসুচি সিইপির উদ্যোগে এ চিত্রাঙ্কনের আয়োজন করা হয়। ক্যানভাস তৈরীর বিষয়বস্তু ছিলো নেতৃত্বে নারীর সমান অংশ গ্রহন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম।
বুধবার বিকেলে সাহারা বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বর্ষাইল ইউনিয়নের চেয়ারম্যান শামসুজ্জোহা, জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ও রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, অগ্রযাত্রার নির্বাহী পরিচালক সাংবাদিক রায়হান আলম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচি সিনিয়র জেলা ব্যবস্থাপক ইলিয়াস সরকার, ইউপি সদস্য মানিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী স্বপন কুমার মিস্ত্রী, অনুষ্ঠানটি পরিচালনা করেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি মমিনুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন, কর্মসূচর মামুনুল ইসলাম।
দিবস উপলক্ষে তৃনমুল নারীদের ছবি একে ক্যানভাস তৈরীরর কার্যক্রমে ২০ জন নারী অংশ গ্রহন করেন। তারা সকলেই ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কমিউনিটি ভিত্তিক তৃণমুল নারী সংগঠন পল্লী সমাজের সদস্য ও পরিবার সংশ্লিষ্টজন। ১০ ফুট বাই ৫ ফুট সাদা কাপড়ের ক্যানভাসের উপর ছবি আকার ব্যতিক্রমী এ আয়োজনটি করা হয়। পরে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আরবিসি/১০ মার্চ/ রোজি