স্টাফ রিপোর্টার : পথ ভুলে রাজশাহীতে এসেছেন দুই নারী। এখন তাদের ঠাঁই হয়েছে রাজশাহী মহানগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে।
এদের মধ্যে একজন বৃদ্ধা। তিনি নাম-পরিচয় জানাতে পারেননি। অপরজন ঝিনাইদহের কুতুবদিয়া থানার পাহাড়পুর সিমনা এলাকার সাগর আহম্মেদের মেয়ে মেহজাবিন (৪৫)।
মঙ্গলবার রাত ১টার দিকে নগরীর মতিহার থানার বামশিখড় এলাকা থেকে মেহজাবিনকে উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। মতিহার থানা পুলিশ তাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায়।
এর আগে সোমবার (০৮ মার্চ) বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অজ্ঞাত পরিচয়ের ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়। তিনিও সেখানে ঘোরাফেরা করছিলেন। মতিহার থানা পুলিশ তাকেও উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায়।
নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, উদ্ধার হওয়া একজন নিজের নাম মেহজাবিন বলে জানিয়েছেন। কিন্তু তিনি পুলিশকে যে ঠিকানা দিয়েছেন, সেই ঠিকানায় খোঁজ নিয়ে ওই নামের কাউকে পাওয়া যায়নি। অপরজন নাম-পরিচয় বলতে পারেননি। তারা দুজন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছেন। তাদের পরিবারের সদস্যদের খুঁজছে পুলিশ।
তিনি বলেন, এই দুই নারীকে কেউ চিনলে বা তার আত্মীয়-স্বজনের সন্ধান জানলে নগরীর শাহমখদুম থানা, ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজনে এই মোবাইল ০১৩২০-০৬১৭৩৪ নম্বরে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।
আরবিসি/১০ মার্চ/ রোজি