• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

দীঘির বিরুদ্ধে মামলা করার হুমকি

Reporter Name / ১৬৭ Time View
Update : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

আরবিসি ডেস্ক : বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। শুক্রবার (১২ মার্চ) মুক্তি পেতে যাচ্ছে দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় তার অভিনীত সিনেমা ‘তুমি আছো তুমি নেই’।

সিনেমাটির পোস্টার ও ট্রেলার প্রকাশ হওয়ার পর সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। সিনেমার মান নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। ট্রেলারের একটি দৃশ্যে দীঘির হাতে বোতলের মাইক্রোফোন ব্যবহার নিয়ে ট্রলও হয়েছে।
এদিকে এসব নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে দীঘি সিনেমাটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। এ নিয়ে চটেছেন ঝন্টু। তার বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছেন বরেণ্য এই নির্মাতা।

এক ভিডিও সাক্ষাৎকারে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ইউটিউবে দেখলাম, নায়িকা (দীঘি) সিনেমা নিয়ে কয়েকটি কথা বলেছে, যা শুনে আমি মর্মাহত হয়েছি। সে বলেছে, সিনেমাটি সুন্দর না। এর গল্পটি যেন কেমন। সিনেমাটি মনে হয় না ভালো যাবে। বলতে গেলে, সিনেমাটি ভালো না এই ধরনের একটা মন্তব্য করেছে। কিন্তু আমার শুটিং করার সময়, সে আমাকে বলতো- আংকেল কী সুন্দর সংলাপ, সিনেমাটি খুব ভালো যাবে। ডাবিং করতে এসেও একই কথা বলেছে। ’

প্রসঙ্গে টেনে এই নির্মাতা আরও বলেন, ‘হঠাৎ করে দু’দিন আগে সে বলে, সিনেমাটি ভালো যাবে না। নিশ্চিত এখানে কিছু ঝামেলা আছে। এ বিষয়টি কী সে নিজে থেকেই বলেছে, নাকি তাকে দিয়ে কেউ বলিয়েছে, আমি বুঝতে পারছি না। দীঘি সিনেমা নিয়ে আজেবাজে সমালোচনা করেছে। এই সাহস সে কোথা থেকে পেল। কেউ হয়তো এই সাহসটা তাকে দিয়েছে। নাহলে ওর মতো ছোট্ট একটা মেয়ে এই সাহস পায় না। আমি মনে করি, তার কথা শুনে অনেক দর্শকরা বিমুখ হয়ে যাবে। সিনেমার নায়িকাই যখন বলছে সিনেমাটি চলবে না। তাহলে দেখে কী করব?’

দীঘির বিরুদ্ধে মামলা করার প্রসঙ্গে গুণী এই নির্মাতা বলেন, ‘তাহলে তো ওর জন্য আমার এক কোটি টাকা ক্ষতি হয়ে যাবে! সিনেমাটি বানাতে ৭০-৮০ লাখ টাকা গেছে। আমি ব্যবসা করলে আরও ৩০-৪০ লাখ পেতাম! আমি মনে করি, আমার সিনেমাটি তো চলবে না। আমি তো ওর নামে মানহানি মামলা করব। আজ-কালকের মধ্যে হাইকোর্ট থেকে উকিলের নোটিশ চলে যাবে। আমি তো ওকে ছাড়বো না, যেভাবেই হোক আমি ওকে ছাড়বো না। ’

‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় দীঘির নায়ক আসিফ ইমরোজ। সিনেমাটি প্রযোজনা করেছেন সিমি ইসলাম কলি। প্রযোজক নিজেও সিনেমাতে অভিনয় করেছেন। এছাড়া আরও অভিনয় করেছেন- সুব্রত চক্রবর্তী, অমিত হাসান, শবনম পারভীন প্রমুখ।

আরবিসি/০৯ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category