• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন

শিক্ষা স্কুলে বাহারী পিঠা উৎসব

Reporter Name / ২৮৫ Time View
Update : শনিবার, ৬ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী শিক্ষা স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মো. গোলাম মাওলা এর উদ্বোধন করেন।

শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক, শিশু মনোবিজ্ঞানী ও বেতার ব্যক্তিত্ব ড. রুমি শাইলা শারমিন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সহ-সভাপতি মো. মেরাজুল আলম, শিক্ষা স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মো. শাহাদত হোসেন, মো. খোরশেদ আলম শাহ, মো. মাহাতাব আলী, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান, দৈনিক জনকণ্ঠ রাজশাহীর স্টাফ রিপোর্টার ও বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি মামুন-অর-রশিদ, রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, ব্লুমিং রোজ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, সাংবাদিক হাবিব আহমেদ, মো. এমদাদুল হক প্রমুখ।

পিঠা উৎসব সম্পর্কে অধ্যক্ষ ইব্রাহীম হোসেন বলেন, পুলিশ প্রশাসনের অনুমতিক্রমে স্বাস্থ্যবিধি মেনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আশা করছি, খুব দ্রুত আমরা হয়তো শ্রেণিকক্ষে ফিরতে পারবো। তখন আরও বেশি বেশি অনুষ্ঠান করা সম্ভব হবে।

পিঠা উৎসবে ১৩টি স্টলে ৬৫ রকমের পিঠা পরিবেশন করেন অংশ্রহণকারীরা। এছাড়াও মেলায় ‘বই বিতান’ নামে একটি বইয়ের স্টল ও রন্ধন শিল্পী জাহিদ হাসানের ‘ফল সমাচার’ নামক ফলমূলের স্টল ছিল। দুপুরে শেষ হয় এই পিঠা উৎসব।

আরবিসি/১৬ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category