• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন

ফেনীতে বিস্ফোরণ: মা-মেয়েসহ দগ্ধ ৩

Reporter Name / ২৩৩ Time View
Update : শনিবার, ৬ মার্চ, ২০২১

আরবিসি ডেস্ক : ফেনীতে এক বাসায় বিস্ফোরণের পর লাগা আগুনে মা-মেয়েসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলি ক্রিসেন্ট স্কুল সংলগ্ন শফিক ম্যানশনে এ ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা জাকের হোসেন ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

জাকের হোসেন জানান, বিস্ফোরণে মা-মেয়েসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক‌্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

এ রিপোর্ট লিখা পর্যন্ত আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের দুইজনের দেহের ৬০ ভাগ ঝলসে গেছে। এছাড়া, বিস্ফোরণে রুমের দরজা, জানালা, গ্রিল, গ্লাস ভেঙে টুকরো হয়ে গেছে।

কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা তদন্ত করে বলা যাবে বলেও জানান এই কর্মকর্তা।

আরবিসি/০৬ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category