স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর কাটাখালী থানার হরিয়ান ও হাজরাপুকুর এলাকার মাঝামাঝি স্থানের রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সম্রাট হোসেন (৩২)। কাটাখালী পৌরসভার বাখরাবাজ মোল্লাপাড়া মহল্লায় তার বাড়ি। বাবার নাম আবদুল আলীম। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে রাজশাহী থেকে একটি মেইল ট্রেন পাবনার ঈশ্বরদী যাচ্ছিল। সেই ট্রেনের নিচে কাটা পড়ে সম্রাট নিহত হন। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, এটি নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা সেটি স্পষ্ট করে কেউ বলতে পারছেন না। সে বিষয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি।
আরবিসি/০৫ মার্চ/ রোজি