আরবিসি ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় এক গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে তার স্বজনেরা।
বুধবার (৩ মার্চ) রাত সাড়ে ৭টায় ২৫০ শষ্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এই ঘটনা ঘটে।
হাসপাতালের রেজিস্ট্রারে লেখা আছে এই গৃহবধূর নাম হেনা আক্তার (২০)। তিনি জেলার নাসিরনগর উপজেলার পুকিরদিয়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী।
হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স আতিকুর রহমান জানান, সন্ধ্যায় এক মহিলা ও দুজন পুরুষ হেনা আক্তারকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় তারা জানান, ওই গৃহবধূ পোকা মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরিফুজ্জামান হিমেল ওই গৃহবধূকে দেখে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক হেনার স্বজনদের জানান, হাসপাতালের আনার আগেই ওই গৃহবধূ মারা যান। চিকিৎসকের কাছে মৃত্যুর সংবাদ পেয়ে হেনার স্বজনেরা লাশ রেখে দ্রুত পালিয়ে যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আবদুর রহিম বলেন, বিষয়টি লোক মারফত জেনে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
আরবিসি/০৪ মার্চ/ রোজি