জয়পুরহাট প্রতিনিধি : ফুলকে যে ভালবাসে না সে নাকি মানুষ হত্যা করতে পারে এমন প্রবাদ আমরা বিশ্বাস করি। আবার কেউ বলে ফুল পছন্দ অথবা ভালোবাসে না পৃথিবীতে এমন ব্যাক্তিও মিলা দায়। ফুল আবার একে অপরের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও ভালবাসার প্রতীকও বটে।
আর এ ফুলকে ভালোবেসে ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষে নিজ অফিসের সামনে ফুলের বাগান করেছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশিক রেজা। তিনি অফিসের দাপ্তরীক কাজের পাশাপাশি অবসর সময়ে অফিস মালিকে সঙ্গে নিয়ে বাগান পরিচর্যা, ফুলের গাছে নিয়মিত পানি দেওয়া সহ যাবতীয় কাজ নিজেই করেন।
বাগানে বিভিন্ন রংয়ের ফোটা ফুলে অফিসের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। অফিস সহকারি এরশাদ বলেন, অনেক ছেলেমেয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অনেক পরিবারের ছোটবড় সবাই দলবেঁধে ফুলের বাগান দেখতে আসেন, ছবি তোলেন। এছাড়া এলাকার অনেক মানুয় বিকালে ও সন্ধ্যার সময় ফুল বাগানের পাশদিয়ে হাটাহাটি করে কেউ বা ঘাসের উপর মাটিতে বসে অপলোক দৃষ্টিতে ফুলের দিকে তাকিয়ে থাকে অফিসের নৈশপ্রহরী ওয়াশিম বলেন।
অফিসের এত কাজের চাপের মধ্যেও কেন ফুলের বাগান করতে এত আগ্রহী হলেন জানতে চাইলে ফুল প্রিয় ভুমি অফিসার আশিক রেজা বলেন, আমি সরকারের চাকুরী করি এখনই বদলীর আদেশ আসলে এখান থেকে চলে যেতে হবে।
তবে আমি মনে করি নিজ কর্মস্থল আর বাড়ি একই বিষয় অফিসের সুন্দরয্য বৃদ্ধির লক্ষেই অফিসের কাজের ফাঁকে ফাঁকে অফিসের অন্যদের সঙ্গে নিয়ে ফুলের বাগানটি করেছি বলেও জানান তিঁনি।
আরবিসি/০৪ মার্চ/ রোজি