স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জ্বীন সম্রাজ্ঞীকে ২ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১ টায় এ রায় ঘোষণা করেন রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। রাষ্ট্র পক্ষের ১৩ জন সাক্ষির সাক্ষ্য গ্রহন ও জেরার প্রেক্ষিতে আসামী রাহেলা বেগম (৫০) এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় দন্ডবিধির ৪২০ ধারায় তাকে এ কারাদন্ড দেয়া হয়। সেই সাথে পাঁচ হাজার টাকা অর্থ দন্ড, অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
দন্ডপ্রাপ্ত আসামী রাজশাহী জেলার মোহনপুর উপজেলার পোল্লাকুড়ি,বর্তমান বড়াইল গ্রামের ছুইপ সোনার স্ত্রী। রায় ঘোষণার সময় আসামী কাঠগড়ায় উপস্থিত থাকায় সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে প্রেরণ করেন।
আদালত সূত্র থেকে জানা যায়, আসামী রাহেলা বেগম (৫০) দীর্ঘদিন ধরে জ¦ীন দ্বারা বিভিন্ন মানুষের রোগের চিকিৎসা করার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে আসছিলেন। এক পর্যায়ে অসুখ না সারায় ভূক্তভোগীরা টাকা ফেরত চাইলে জ¦ীন দ্বারা মেরে ফেলার হুমকি দেয়।
আরবিসি/০৪ মার্চ/ রোজি