স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগে এ পর্যন্ত তিন লাখ ৫৫ হাজার ৩৮১ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। প্রথমধাপে এ বিভাগে সাত লাখ ২০ হাজার মানুষের জন্য টিকা বরাদ্দ পাওয়া যায়। এ পর্যন্ত বরাদ্দের প্রায় অর্ধেক মানুষ টিকা প্রয়োগ সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগের আট জেলায় সোমবার পর্যন্ত টিকা গ্রহীতার সংখ্যা তিন লাখ ৫৫ হাজার ৩৮১ জন। এদের মধ্যে দুই লাখ ২৭ হাজার ২৭২ জন পুরুষ। আর নারী এক লাখ ২৮ হাজার ১০৯ জন। সর্বশেষ সোমবার বিভাগে ১১ হাজার ৪৭১ জন টিকা নিয়েছেন।
এর মধ্যে সোমবার শুধু রাজশাহী মহানগর এলাকায় টিকা নিয়েছেন ১ হাজার ৬২৭ জন। আর রাজশাহীর নয় উপজেলায় টিকা নিয়েছেন ৯৯১ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৬০৯ জন, নাটোরে ৮৭০ জন, নওগাঁয় ১ হাজার ৯০১ জন, পাবনায় ১ হাজার ৮৭১ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৩১০ জন, বগুড়ায় ১ হাজার ৬৫২ জন এবং জয়পুরহাটে ৬৪০ জন টিকা নিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুল আহসান তালুকদার জানান, এ পর্যন্ত বিভাগের জন্য বরাদ্দ পাওয়া টিকার প্রায় অর্ধেক প্রয়োগ হয়েছে। এরই মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বেড়েছে টিকার চাহিদা। সেখানে লক্ষ্যমাত্রা অর্জন হয়ে যাওয়ায় বরাদ্দ দেয়া হয়েছে আরও অতিরিক্ত ২০ হাজার টিকা।
তিনি আরও জানান, গত ৭ ফেব্রুয়ারি টিকার প্রয়োগ শুরু হওয়ার পর প্রথমদিকে মানুষের মধ্যে টিকা নিতে আগ্রহ একটু কম দেখা যায়। তবে পরে টিকা নেওয়ার হার কয়েকদিন দ্বিগুণ হারে বাড়তে থাকে। এখন আবার একটু কমেছে। তবে টিকা গ্রহণের হার সন্তোষজনক। এখনও অনলাইনে আগ্রহীদের রেজিষ্ট্রেশন বাড়ছে। পর্যায়ক্রমে সবাই টিকা পাবেন। টিকা নিয়ে গুরুতর অসুস্থ হওয়ার মতো কোন পাশর্^প্রতিক্রিয়া এখনও পর্যন্ত রাজশাহী বিভাগে দেখা যায়নি।
আরবিসি/০২ মার্চ/ রোজি