স্টাফ রিপোর্টার : রাজশাহী থেকে দ্বিতীয় দিনের মতো জেলা ও আন্তঃজেলাসহ দূর পাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবারেও সকাল থেকে কোন বাস ছেড়ে যায়নি বা রাজশাহীতে কোনো বাস আসেনি।
ফলে যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছে। বাস না পেয়ে পাশের জেলা ও আশেপাশের জেলার যাত্রীরা অতিরিক্ত ভাড়া গুনে অটোরিকশা ও থ্রি হুইলারে যেতে হচ্ছে তাদের।
সোমবার দুপুর থেকেই পূর্ব ঘোষণা ছাড়াই এ বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাস ও পরিবহন মালিকরা বলছেন, মঙ্গলবারে অনুষ্ঠিতব্য বিএনপির বিভাগীয় সমাবেশের কারণে রাজশাহীর সাথে সব জেলা ও উপজেলার বাস চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট জেলার পরিবহন মালিকরা। একইভাবে রাজশাহী থেকেও কোনো বাস ছেড়ে যাচ্ছে না।
মূলত বিএনপির সমাবেশের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে নিরাপত্তাজনিত কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার থেকে যথারীতি বাস চলাচল করবে।
আরবিসি/০২ মার্চ/ রোজি