আরবিসি ডেস্ক : ৩৫ বছর বয়সী তরুণী। বয়ফ্রেন্ডের সঙ্গে তার ব্রেকআপ হয়েছে। এরপর তিনি এক অবাক করা কাণ্ড করে বসলেন। বিয়ের জন্য আর কোনো ছেলে বা পুরুষকে খোঁজলেন না। নিজেকে নিজেই বিয়ে করলেন। তাও আবার জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে তিনি ১ হাজার পাউন্ড খরচ করেছেন, যা বাংলাদেশি টাকায় ১ লাখ ১৭ হাজার ৯৬০ টাকা। এমনকি বিয়ের পর প্রথা মেনে আয়নাতেই নিজেকে চুমুও খেয়েছেন তিনি।
ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টার। সেখানকার বাসিন্দা ওই তরুণীর নাম মেগ টেইলর মরিসন। বয়স ৩৫ বছর। তিনি সবসময়ই ২০২০ সালের হ্যালোইনের দিন তার বয়ফ্রেন্ডকে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু তার আগেই তাদের ব্রেকআপ হয়ে যায়। এরপর তিনি অনেক ভেঙে পড়েন। বুঝতে পারেন তার হ্যালোইনে বিয়ে করার বহুদিনের ইচ্ছা ভেস্তে যেতে পারে। তাই বিয়ের পরিকল্পনা বাদ দেননি। নিজেকে নিজেই বিয়ে করার পরিকল্পনা শুরু করেন। অনেক পরিকল্পনা করে, ঠিক করেন কোনো বর ছাড়াই বিয়ে করবেন তিনি। এরপরই নিজেকে এঙ্গেজ করার জন্য কেনেন একটি হিরের আংটি।
তার এই পরিকল্পনায় তার পরিবার ও বন্ধুরা প্রথমে রাজি ছিল না। তবে মেয়ের ইচ্ছার কারণে তারা শেষে আর বাধা দেননি। এরপরই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। বিয়েতে একেবারে কনের বেশেই হাজির হন তিনি। নিজেই নিজেকে আংটিটি পরান। এরপর নিজের লিখে আনা নোটটিও পড়েন। প্রথা মেনে আয়নায় নিজের প্রতিবিম্বে চুমু খান।
এই বিয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সূত্র: মিরর, টাইমস নাউ নিউজ।
আরবিসি/০২ মার্চ/ রোজি