• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ

Reporter Name / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

আরবিসি ডেস্ক : চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ মার্চ) বিকেলে আধিপত্য বিস্তারের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুইয়া ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারের জের ধরে সাবেক চসিক মেয়র আজম নাসির সমর্থিত গ্রুপের সঙ্গে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সমর্থিত ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষে দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় ৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা হলেন আতাউল্লা বোখারী, তৌফিকুর রহমান ইয়ন, আরিফ হাসান এবং শাওন দত্ত।

বর্তমানে বিপুলসংখ্যক পুলিশ ক্যাম্পাস ও ছাত্রাবাসে অবস্থান নিয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ইনচার্জ জহিরুল হক ভুইয়া।

আরবিসি/০২ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category