স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে খেজুর গাছের মাথায় উঠে নামাজ পড়লেন আব্দুর রহিম নামে এক যুবক। গতকাল সোমবার বিকালে তানোর পৌর এলাকার কুঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শত শত লোক এক নজর দেখার জন্য ভিড় জমান সেই খেজুর গাছের নিচে।
প্রায় ৩০ ফুট উচু খেজুর গাছের মাথা আব্দুর রহিম নামাজ পড়াসহ মুক্তিযুদ্ধের সময় কিভাবে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন সেগুলো অঙ্গভঙ্গির মাধ্যমে করে দেখান। এছাড়াও বাংলাদেশের পতাকা উড়িয়ে শহীদদের সম্মান জানান তিনি।
এসময় উপস্থিত জনতা হাততালি দিয়ে আব্দর রহিমকে সম্মান জানান। খেজুর গাছের উপরে আধাঘন্টা সময় ধরে তিনি বিভিন্ন খেলা দেখান।
কুঠিপাড়া গ্রামের সাগর আলী রুবেল ও হাজী জালাল উদ্দীন বলেন, অবাক করা দৃশ্য! খেজুর গাছে অনেক কাটা আছে; কিন্তু আব্দুর রহিমের গায়ে কোন কাটা লেগে রক্ত বের হয়নি। গাছের উপর নামাজ পড়াসহ বিভিন্ন খেলা দেখিয়ে সুস্থ মানুষ খেজুর গাছ থেকে নামলেন।
আব্দুর রহিম বলেন, আল্লাহ উপর ভরসা করে আমি জীবনের ঝুঁকি নিয়ে খেজুর গাছের উপর খেলা দেখায়। উপস্থিত লোকজন আমার খেলা দেখে কেউ চাল, কেউ টাকা দেয়। যে যা দেন তা দিয়ে আমার সংসার চলে। আমার জন্ম স্থান বগুড়ায়। আমি বর্তমানে মোহনপুর উপজেলার মৌগাছি এলাকায় থাকি।
আরবিসি/০১ মার্চ/ রোজি