• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন

কুসুম শিকদার এবার গল্পকার

Reporter Name / ১১২ Time View
Update : সোমবার, ১ মার্চ, ২০২১

আরবিসি ডেস্ক : অভিনেত্রী হিসেবেই তিনি সবার কাছে পরিচিত। অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ‘লালটিপ’ খ্যাত অভিনেত্রী কুসুম সিকদার সংস্কৃতির আরও একাধিক শাখায় বিচরণ করেছেন। প্রথম গান ‘নেশা’র জন্য কুড়িয়েছেন শ্রোতাদের প্রশংসা। প্রথম কবিতার বই ‘নীল ক্যাফের কবি’ প্রকাশ করে পেয়েছেন ‘সিটি আনন্দ আলো পুরস্কার’।

কুসুম এবার তিনি আসছেন নিজের লেখা প্রথম গল্পের বই। যার নাম ‘অজাগতিক ছায়া’। আসছে বইমেলাকে সামনে রেখে এরইমধ্যে বইটি নিয়ে প্রস্তুত এই তারকা। ধ্রুব এষের প্রচ্ছ্বদ করা বইটি প্রকাশ করবে তাম্রলিপি প্রকাশনী।

কুসুম শিকদার জানান, ‘এর আগে কবিতার বই প্রকাশ করে অনেকের উৎসাহ পেয়েছি। এবার গল্পের বই নিয়ে আসছি। অনেকদিন ধরেই গল্প লেখার চেষ্টা করছি। আমার কিছু গল্প পত্রিকায় প্রকাশিত হয়। সেখান থেকেই মূলত সাহসটা পাই। পাঠক কীভাবে বইটি গ্রহণ করেন সেটা দেখার অপেক্ষায় আছি।’

অভিনেত্রী আরও জানান, রহস্য ও রোমাঞ্চ ঘরানার বই এটি। পড়তে গিয়ে পাঠকরা অলৌকিক একটা আবহের মধ্যে ডুবে যাবেন। এর বেশি আগাম বলতে চাই না।

২০০২ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে উঠে আসেন কুসুম সিকদার। এরপর নিয়মিত কাজ করতে থাকেন বিজ্ঞাপনচিত্র ও নাটকে। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ ও ‘শঙ্খচিল’ তার অভিনীত তিনটি সিনেমা। তবে লেখালেখি করবেন বলে অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন এই অভিনেত্রী।

আরবিসি/০১ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category