আরবিসি ডেস্ক : সাদা পোশাকে সিনিয়ররা পথ খুঁজে না পেলেও, ঠিকই ঝলক দেখিয়েছে ইমার্জিং দল। চার দিনের ম্যাচে আয়ারল্যান্ড ইমার্জিং দলকে ইনিংস এবং ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। জয়ের নায়ক স্পিনার তানভীর ইসলাম। প্রথম ইনিংসের ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট তুলে নিয়ে একই ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। ম্যাচ সেরার পুরস্কারও গেছে তানভীরের হাতে।
সাদা পোশাকে তরুণদের তৈরি করতে আয়ারল্যান্ড ইমার্জিং দলকে আমন্ত্রণ বিসিবির। প্রস্তুতির শুরুটা নিশ্চয়ই এমন প্রত্যাশিত ছিল বোর্ড কর্তাদের।
৪ দিনের ম্যাচের তৃতীয় দিনে ব্যাট করতে নেমে টাইগার স্পিনের সামনে কোনো প্রতিরোধই করতে পারেনি আইরিশরা। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৩৫ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। পঞ্চম উইকেটে টেকটর আর চ্যাম্পার মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৬০ রানের জুটিতে স্বপ্ন দেখে সফরকারীরা। সাইফ হাসান জুটি ভাঙেন চ্যাম্পারকে ফিরিয়ে দিয়ে।
এরপর বাকি কাজটা করেছেন স্পিনার তানভীর ইসলাম। টেকটরকে সঙ্গ দিতে আসা লরক্যান ফিরেছেন মাত্র ৫ রান করে। তবে মার্ক অ্যাডির করেন ১৪ রান করেন। থিতু হওয়া টেকটর ফিরলে নিভে যায় আইরিশদের সব আশা। ৫৫ রানে তানভীরের ষষ্ঠ শিকার হন এই ব্যাটার।
শেষের দিকের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩১৩ রান প্রতিপক্ষ করতে পারেনি ২ ইনিংস মিলিয়ে। ফলে ইনিংস ব্যবধানে পরাজয়ের লজ্জায় পায় আয়ারল্যান্ড ইমার্জিং দল। ক্যারিয়ার সেরা বোলিং করা তানভীর দ্বিতীয় ইনিংসে ৫১ রান দিয়ে নিয়েছেন ৮ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১৩ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছেন এই স্পিনার।
আরবিসি/০১ মার্চ / রোজি