রাবি প্রতিনিধি : লেখক ও গবেষক হিসেবে বিশেষ অবদান রাখায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা পুরষ্কার-২০২১’ পেয়েছেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. হীরা সোবাহান। গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘স্বাধীনতা সংসদ’ আয়োজিত ‘ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা এবং আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই সম্মাননা গ্রহণ করেন।
সভায় সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আবু তারিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ড. হীরা সোবাহান বলেন, ফেব্রুয়ারি মাস ভাষার মাস। স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলার অধিকার আদায়ের মাস। এই মাসে আমাদের চাওয়া থাকবে বাকস্বাধীনতার। এসময় তিনি সবাইকে শিল্প-সংস্কৃতি ও সাহিত্য চর্চা আরও তরান্বিত করা আহ্বান জানান।
পুরষ্কারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুরষ্কার মানুষকে আনন্দ দেয়। নতুন উদ্যোমে নতুন নতুন কাজ করার প্রেরণা জোগায়। আশা করি এই পুরষ্কারটিও আমাকে প্রেরণা যোগাবে। পাশাপাশি আমাকে সম্মানিত করায় স্বাধীনতা সংসদ’র কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আরবিসি/২৮ ফেব্রুয়ারি/ রোজি