আরবিসি ডেস্ক : ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলোতে ফ্যানি কন্টেন্ট দেখতে কে না পছন্দ করেন। ভারতে তেমনই প্র্যাঙ্ক ভিডিও করার নামে মেয়েদের শ্লীলতাহানি করত ৩ যুবক এবং সেই ভিডিও পোস্ট করে আয় করেছে সোয়া ২ কোটিরও বেশি টাকা।
জানা গেছে, প্র্যাঙ্ক ভিডিও শুট করার নামে নারীদের টোপ দিতো মুম্বাইয়ের তিন যুবক। পরে তাদের নিয়ে অশ্লীলতা করা হতো জোরপূর্বক। এ ঘটনায় শেষ পর্যন্ত কয়েকজন নারী প্রতিবাদ জানান এবং পুলিশেও অভিযোগ করেন। এদের মধ্যে একজন কিশোরীও ছিল। এই অভিযোগের ভিত্তিতে ওই ৩ যুবককে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।
পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা হলেন মুকেশ ফুলচন্দ গুপ্ত, প্রিন্স কুমার রাজু সাও, জিতেন্দ্র বাইচেত রাম গুপ্ত। তাদের প্রায় ১৭টি ইউটিউব চ্যানেল রয়েছে এবং এর থেকে সোয়া ২ কোটিরও বেশি টাকা আয় হয়েছে! যেখানে ৩০০টিরও বেশি ইউটিউব ভিডিও আপলোড হয়েছে।
আরবিসি/২৮ ফেব্রুয়ারী/ রোজি